ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,9,741,00

কাঁঠালিয়ায় ছাত্রী উত্ত্যক্তে বাধা, প্রধান শিক্ষকসহ আহত ৩, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বাধা দেয়ায় একদল বখাটে ও সন্ত্রাসীর হামলায় প্রধান শিক্ষক এ কে এম শামীম মোল্লা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই এসএসসি পরীক্ষার্থী রিমন ও রাকিব হোসেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা যায়, বহিষ্কৃত ছাত্র রাব্বী হাওলাদার (১৮) ও তার সহযোগীরা বিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে প্রধান শিক্ষক তাদের বাধা দিলে প্রথমে রাব্বী তাকে লোহার রড দিয়ে আঘাত করে এবং পরে আরও হামলাকারীরা যোগ দিয়ে বিদ্যালয়ের জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে।

পরে স্থানীয়রা এসে রাব্বী ও তার এক সহযোগী দুলাল হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রধান শিক্ষক এ কে এম শামীম মোল্লা জানান, “বহিষ্কৃত ছাত্র রাব্বী হাওলাদার ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বাধা দেয়ায় তারা হামলা চালায়।”

উল্লেখ্য, রাব্বী হাওলাদারকে ২০২২ সালে বখাটেপনা, মাদক সেবন ও ইভটিজিংয়ের অভিযোগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স