ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,9,254,00

শ্রীপুরে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মো: জুয়েল রানা 
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা বাজার সড়কের বিসমিল্লাহ স্টোর ও সততা এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

পরে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৪১ ধারায় ৩ লাখ টাকা এবং মেসার্স সততা এন্টারপ্রাইজকে একই আইনের ৩০, ৩১ ও ৪১ ধারাসহ বিএসটিআই আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী ও ফাহাদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহার মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা বাজারে এসব ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। জনগণের নিরাপত্তা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাব কর্মকর্তারা জানান, জব্দ করা নকল প্রসাধনী পণ্য ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জড়িত ব্যবসায়ীদের বিষয়ে আরও তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স