ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,9,744,00

সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাভারের দামপাড়া এলাকায় এক ব্যক্তির নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ পারভেজ সরকার (৩২) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, পারভেজ সরকার, পিতা নাছির উদ্দিন সরকার, স্থায়ী ঠিকানা পাড়াগাঁও, ডাকঘর আশুলিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা। বর্তমানে তিনি দামপাড়া (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে), ডাকঘর বিরুলিয়া, থানা সাভার, জেলা ঢাকা এলাকায় বসবাস করেন। ভুক্তভোগীর দাবি, তিনি দামপাড়া মৌজায় আরএস-৫০, বিএস-১১৩০ দাগে মোট ৯০ শতাংশ জমির বৈধ মালিক ও পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির ভোগদখলে আছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আশুলিয়া ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের অনুসারী শরীফ সরকার ওরফে পাগলা শরীফ (৩৪), আরাফাত সরকার (৪০), আদেল সরকার (৩৪), রুবেল সরকার (৩৩), দিলগনি সরকার (৭৫), দুলাল উদ্দিন সরকার (৬০), ফরিদ উদ্দিন সরকারসহ প্রায় ২০-৩০ জন ভাড়াটে সন্ত্রাসী ও শ্রমিক নিয়ে তার জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের কাজ শুরু করে।

এ সময় ভুক্তভোগীর ভাড়াটিয়া নার্সারি দোকান ভাঙচুর করা হয়। পারভেজ সরকার ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় হামলা চালানো হয়। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আরও জানান, আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে পুনরায় একই দল জমিতে এসে অবৈধভাবে কাজ শুরু করে। বাধা দিলে তারা পুনরায় হামলার চেষ্টা চালায় এবং ভুক্তভোগীর স্ত্রীকেও হুমকি দেয়। বর্তমানে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় থানায় লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পারভেজ সরকার।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওহাব বলেন, জমি-জায়গা সংক্রান্ত অভিযোগ কোর্টের মাধ্যমে করতে হয়। আমরা অভিযোগ পেলে তদন্ত করে দেখি, প্রয়োজন হলে জমিতে কাজ বন্ধ করে দিতে পারি।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স