ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,9,252,00

যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টবর মালিকুজ্জামান কাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যশোর জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ১৭ অক্টবর। প্রেসক্লাব যশোরে সকালে ভোট শুরু হবে। ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইসাহক। বাকি দুই জন নির্বাচন কমিশনার হলেন এস এম তৌহিদুর রহমান ও অধ্যাপক ইবাদত খান।
নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান বলেন, মোট ১৫টি পদে ভোট হবে। ২৮টি মনোনয়ন পত্র জমা পড়ে। 
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাব্বির মালিক বাবু, ইসমাইল হোসেন ও ফজলে রাব্বি মোপাসা। সহ সভাপতি পদে সফিয়ার রহমান, শরিফুল ইসলাম ও সুলতান আহম্মদ তিন প্রতিদ্বন্দ্বী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রার্থী তিন এরা হলেন, নূর ইসলাম, সেলিম হোসেন ও শাহীন শা রানা।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ, আবু ইসাহক বাবু, আহমেদ মঞ্জুরুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী তিন এরা হলেন ফিরোজ আক্তার লাল্টু, ওয়ারেস আলী খাজা ও মোয়াজ্জেম হোসেন মিন্টু। 
প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন বিপ্লব মাহাবুব ও রিয়াজ মাহাবুব লালন।
দপ্তর সম্পাদক পদে ইস্রাফিল হোসেন ও এনামুল হক প্রতিদ্বন্দ্বিতায়। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহিমা খাতুন ও হাফিজ পাশা, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে কাসেম আলী লস্কর ও আবু বককার সিদ্দিকী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
কোষাধক্ষ পদে প্রার্থী হলেন মাহমুদুল ইসলাম নাসিম ও ফিরোজ উদ্দীন তোতা। ১৫পদে প্রার্থী ২৮জন রয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হবেন তিন জন। প্রার্থী হলেন রানা হোসেন, জাহিদুল ইসলাম ভুইয়া, কামাল হোসেন ও শরিফুল ইসলাম ল্যাবলু।
গত কয়েক দিন ধরে প্রেসক্লাব কেন্দ্রিক বড় বাজার মসজিদ লেন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স