ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,385,00

দোহারে কুকুরের কামড়ে আহত শিশুর ভ্যাকসিন মেলেনি হাসপাতালে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


দোহার নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি :


ঢাকার দোহার উপজেলার নারিশা খালপাড় এলাকার ১৩ বছর বয়সী আব্দুল আলীমকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কুকুর কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় চিকিৎসা প্রদান সম্ভব হয়নি বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার প্রদীপ সরকার জানান, “আমাদের এখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন (এআরভি) মজুদ নেই।” ফলে আক্রান্ত শিশুটিকে বাইরে থেকে ভ্যাক্সিন কিনে এনে পুশ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রতিবেদক তিনবার ফোন দিলেও তিনি সাড়া দেননি এবং পরে তিনি আর যোগাযোগও করেননি।

স্থানীয়দের অভিযোগ, এই টিএইচও যোগদানের পর থেকেই হাসপাতালে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। নিয়ম অনুযায়ী স্টেশন না ছাড়ার কথা থাকলেও তিনি প্রতিদিন বিকালেই ঢাকা চলে যান। ফলে বিকালের পর হাসপাতাল কার্যত ডাক্তারশূন্য হয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, “আগে আমরা যেভাবে চিকিৎসা পেতাম, এখন আর সেটা পাই না। ভ্যাকসিন তো দূরের কথা, সাধারণ ওষুধও পাওয়া যায় না।”

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন দ্রুত এই সংকটের সমাধান হয় এবং সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স