বগুড়ার ধুনট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মনের সঙ্গে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইছামতী হল রুমে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, “সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধুনটের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান বক্তব্যে বলেন,“ধুনট উপজেলায় আমরা সাংবাদিকরা সবসময় ইতিবাচক উন্নয়নের পাশে ছিলাম এবং থাকবো। ইউএনও মহোদয়ের নেতৃত্বে ধুনটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে—এই প্রত্যাশা করি। তবে উন্নয়নমূলক কাজে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হলে আমরা আরও কার্যকরভাবে সহযোগিতা করতে পারবো। আমরা চাই, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করে ধুনটকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম , ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল,ধুনট জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ, উপজেলা ছাত্র দল নেতা জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সজীব আহম্মেদ প্রমুখ ।