ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,360,00

প্রথম বুলেটিনের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


আজ ১৬ অক্টোবর, বলিউডের চিরসবুজ তারকা হেমা মালিনী-এর জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করা হেমা কেবল সিনেমার পর্দায় নয়, পরিচালক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করে নিজের অবস্থান গড়ে তোলেন।
তামিল সিনেমায় ছোট চরিত্র দিয়ে শুরু হলেও ‘শোলে’, ‘ড্রিম গার্ল’, ‘সীতা অওর গীতা’, ‘মিরা’সহ বহু সিনেমার মাধ্যমে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে জায়গা করে নেন। ১১ বার ফিল্মফেয়ার মনোনয়ন এবং ২০০০ সালে পদ্মশ্রী সম্মাননা তার কৃতিত্বের সাক্ষ্য।
ব্যক্তিগত জীবনে হেমার প্রথম বিয়ে জিতেন্দ্রর সঙ্গে ভেঙে যায়; পরবর্তীতে তিনি নায়ক ধর্মেন্দ্র-কে বিয়ে করেন। তাদের ভালোবাসা চলচ্চিত্রে ও বাস্তবে সমানভাবে আলোচিত।
নৃত্যই তার প্রথম ভালোবাসা; ভারতীয় ও পশ্চিমা নৃত্যশৈলীতে তিনি দক্ষ। সৌন্দর্যের রহস্য হিসেবে হেমা নিয়মিত প্রাণায়াম, যোগব্যায়াম, বেসন-মালাই মাস্ক ও নিরামিষভোজী খাদ্যাভ্যাস মেনে চলেন। অভিনয়, সংসার, নৃত্য ও রাজনীতিতে সফলতা হেমাকে সত্যিই বলিউডের ‘ড্রিম গার্ল’ বানিয়েছে।
প্রথম বুলেটিন সব খবর সবার আগে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স