ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,347,00

জাকের পার্টির মূল দল সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শ্রীপুর পৌর সাংগঠনিক জনসভা ও মিছিল,

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি পিটিভি 

১৬ ই অক্টোবর দুপুর ২ঘটিকায় রোজ বৃহস্পতিবার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে মিছিলটি শুরু হয় ! 
জাকের পার্টির মূলদল সহযোগী সংগঠন এর যৌথ উদ্যোগ জনসভা ও মিছিল পালিত হয়! উক্ত জনসভা ও মিছিলে টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান লাল সভাপতি গাজীপুর জেলা জাকের পার্টি  যুগ্ন  টিম প্রধান আলহাজ্ব এ বি এম জিয়াউর রহমান ফেলু
সহ-সভাপতি ঢাকা বিভাগ জাকের পার্টি আলাউদ্দিন শেখ সহ-সভাপতি ঢাকা বিভাগ জাকের পার্টি সভাপতিত্ব করেন আলহাজ্ব এস এম ইব্রাহিম মিয়া সভাপতি   শ্রীপুর পৌর জাকের পার্টি  সঞ্চালনায় শওকত ওসমান সেলিম সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর জাকের পার্টি আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির ড,জুয়েল কবির সাধারণ সম্পাদক গাজীপুর জেলা জাকের পার্টি নাসির উদ্দিন পালোয়ান মানিক সরকার মাওলানা রুহুল আমিন গাজীপুরী সুজন মিয়া সিরাজুল ইসলাম রফিকুল ইসলাম মোস্তফা কামাল দেলোয়ার হোসেন আরো জাকের পার্টির সকল সদস্যবৃন্দ মাওনা চৌরাস্তা  ফ্লাইওভারের মিছিলটি শুরু করে   একে মেমোরিয়াল হাসপাতাল  পর্যন্ত মিছিলটি শেষে কুসুম কলি বিদ্যানিকেতন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিম প্রধান আলোচনা সভায় বক্তব্য রাখেন জাকের পার্টি লাল গোলাপ পতিকের সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য জাকের পার্টির সকল সদস্যের প্রতি আহ্বান জানান শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাকের পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ও জাকের পার্টির সদস্যগণ উপবিষ্ট মঞ্চে বক্তব্য রাখেন লাল গোলাপ পতিকের জন্য দোয়া ও ভোট চান! শ্রীপুর পৌর জাকের পার্টির সাধারণ সম্পাদক  শওকত ওসমান সেলিম আলোচনা শেষে সভা  সমাপ্তি ঘোষনা করেন !
পিটিভি চলছে ইসলামের আলোকে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স