মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শুরু হয়েছে সবুজায়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি। বৃস্পতিবার সকালে ১০টার সময় নিজামপুর (৪ নম্বর ইউনিট) গ্রামে মহিপুর এস.আর.ও.এস.বি.এস. লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশে ফলজ ও বনজ (রেন্ট্রি, মেহগনি ,চাম্বল সহ বিভিন্ন প্রজাতির)গাছের চারা রোপণ করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির সভপতি বলেন, মহিপুর এস আর ও এস বি এস লিঃ এর আওতাধীন কর্ম এলাকার বিভিন্ন ইউনিটে পতিত জমিতে পর্যায়ক্রমে দশ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
প্রতিষ্ঠানটির সভপতি সাইফুল ইসলাম সোহাগ ও উপস্থিত অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। এসময় আরও উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র, ৪ নম্বর ইউনিট সদস্য সিরাজুল ইসলাম, ৫ নম্বর ইউনিট সদস্য আয়ুব আকন ফিরোজ, সমাজসেবক নুরুল ইসলাম ব্যাপারি, নুরুল আমীন ব্যাপারি, সোহেল ভদ্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।