,
প্রথম বুলেটিন অনলাইন ডেস্ক
মোবাইল দিয়ে জমির আসল মালিক বের করার নিয়ম জেনে নিন সহজেই
সংগৃহীত ছবি
বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলার কারণ হলো মালিকানা নিয়ে বিভ্রান্তি। অনেকেই অন্যের মুখের কথা শুনে জমি কিনে পরে প্রতারণার শিকার হন। অথচ আপনি চাইলে ঘরে বসেই নিজের মোবাইল ফোন ব্যবহার করে সরকারি ওয়েবসাইটে গিয়ে জমির আসল মালিকানা যাচাই করতে পারেন।
নিচে ধাপে ধাপে দেওয়া হলো জমির মালিকানা যাচাইয়ের সম্পূর্ণ পদ্ধতি—
যেসব তথ্য জানতে পারবেন
সরকারি ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন—
* জমির আসল মালিক কে
* জমির মোট আয়তন কত
* দাগ নম্বর
* কত শতাংশ জমি আপনার নামে আছে
* জমির রেকর্ড কার নামে
* জমি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন
* জমির ওপর কোনো মামলা চলছে কি না (অনেক ক্ষেত্রেই দেখা যায়)
* প্রয়োজনীয় সরকারি ওয়েবসাইট লিংকসমূহ
# খতিয়ান ও দাগ তথ্য দেখুন: ? https://e-porcha.com/
# জমি সংক্রান্ত সরকারি তথ্য: ?
ডিজিটাল খাজনা (ই-নামজারি/ই-খাজনা): ?
কিভাবে ব্যবহার করবেন
ধাপ–১:
ওয়েবসাইটে যান ? https://dlrms.land.gov.bd/
ধাপ–২:
→ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মৌজা নির্বাচন করুন
→ এরপর খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিন
→ অথবা নাম দিয়ে সার্চ দিন (যদি থাকে)
→ তারপর ‘খতিয়ান দেখুন’ বাটনে ক্লিক করুন
ধাপ–৩:
আপনার সামনে চলে আসবে—
✔️ মালিকের নাম
✔️ জমির পরিমাণ
✔️ মৌজা ও দাগ
✔️ মালিকানা হালনাগাদ (BRS)
✔️ জমির শ্রেণী (বসতভিটা/ফসলি/নিষ্কর প্রভৃতি)
একজন ব্যক্তি জানান, তার আত্মীয় জমি কিনেছিলেন ১০ লাখ টাকায়। কিন্তু পরে দেখা যায়, রেকর্ডে তার নামে কিছুই নেই। শুধু নাম শুনেই জমি কেনার কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। অথচ তিনি যদি আগে মোবাইল দিয়ে যাচাই করে নিতেন, এমন ক্ষতি হত না।
সতর্কতা
✅ এই তথ্য শুধুমাত্র প্রাথমিক যাচাইয়ের জন্য, চূড়ান্ত নয়।
✅ জমি কেনার আগে দলিল, মিউটেশন, খতিয়ান, দাগ এবং খাজনা সব মিলিয়ে নিশ্চিত হতে হবে।
✅ কখনও কখনও ওয়েবসাইটে তথ্য আপডেটেড নাও থাকতে পারে, তাই প্রয়োজন হলে নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করুন।
সব খবর সবার আগে জানতে হলে প্রথম বুলেটিন ওয়েবসাইট ভিজিট করুন।