ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,358,00

চাকসুর ফল কারচুপির পাঁয়তারার অভিযোগ, শাহবাগে ছাত্রদলের অবস্থান,

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


 প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, 

 প্রথম বুলেটিন  অনলাইন ডেস্ক

চাকসুর ফল কারচুপির পাঁয়তারার অভিযোগ, শাহবাগে ছাত্রদলের অবস্থান
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল নিয়ে কারচুপির পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এসময় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়েছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কারচুপির পাঁয়তারা চলছে। আমরা খোঁজ পেয়েছি বেশ কয়েকটি অনিয়মের। তাই আমরা শাহবাগে প্রতিবাদী অবস্থান করছি।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই চাকসুতে যদি আর সামান্য পরিমাণও অনিয়ম লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করার পরিকল্পনা করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে তার জবাব দেব। সেই জবাব এত কঠোর হবে যে পুরো বাংলাদেশের রাজনীতির হিসাব আমরা উল্টে দেব।

ছাত্রদলের এই নেতা বলেন, ডাকসু এবং জাকসুতে কারচুপি করে তারা পার পেয়েছে। এই চাকসুতে আমরা সেটি মেনে নেব না। আবারো বলছি, চাকসুর কোন কারচুপি ছাত্রদল মেনে নিবে না। যেই ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষাতেই আমরা জবাব দেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা পরিস্থিতি মোকাবিলা করুন, কোন ধরনের কারচুপি যেন না হয়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল এবং হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়; ২৩২টি পদের জন্য মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম বুলেটিন নিত্য নতুন খবর প্রচারে আমরাএগিয়ে  ইনশাল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স