ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,351,00

চাকসুর ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চাকসুর ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির প্যানেল সমর্থিত প্রার্থী। জিএস পদেও জয়ী হয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী। আর এজিএস পদে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল সমর্থিত প্রার্থী।

বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাত পৌনে ৫টার দিকে নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়।

ভিপি পদে বিজয়ী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএস পদে বিজয়ী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট। এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট, যেখানে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ১৩টি প্যানেলের মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩২টি পদে।

কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন, আর ১৪টি হল ও একটি হোস্টেলের পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯৩ জন প্রার্থী। নারী প্রার্থী ছিলেন ৪৭ জন। ভোটারদের ভোট দিতে হয়েছে সর্বমোট ৪০টি পদের জন্য।  যার মধ্যে ২৬টি কেন্দ্রীয় এবং ১৪টি হল সংসদের পদ।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স