ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,382,00

যারা দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায় তারাই বড় প্রতিবন্ধী -ডা: বাচ্চু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মো: জুয়েল রানা 
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ

যারা ঘুষ খায়, দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায় তারাই বড় প্রতিবন্ধী। আপনারা প্রতিবন্ধী না। প্রতিবন্ধী তো আসলে তারাই, যারা এ দেশের সম্পদ লুটপাট করে বিদেশের পাচার করেছে তারাই সবচেয়ে বড় ও প্রকৃত প্রতিবন্ধী বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।

উপস্থিত দৃষ্টিহীনদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দুর্নীতি করে দরিদ্রদের অর্থ সম্পদ লুটপাট করে তারাই প্রতিবন্ধী। যারা ঘুষ খায় তারাই বড় প্রতিবন্ধী। আপনারা প্রতিবন্ধী না। ১৯৭৫, ১৯৯৭ সালে যে পরিমাণ লুটপাট হয়েছে, ২০০৮ সালের লুটপাট সব ছাপিয়ে গিয়েছে, ২০০৮ সালে হয়েছে মহালুটপাট। ওই সময়গুলোতে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে বলে আমরা দেখিনি, প্রতিবন্ধীদের উন্নয়নে কোন প্রকল্প নিয়েছে তাও আমরা দেখিনি। শুধু দেখেছি প্রতিবন্ধীদের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছে।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রী দুলাল চৌহান ও মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় পৌর বিএনপি’র আহব্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, উপজেলা বিএনপি’র খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপি’র যুগ্ন আহŸায়ক আনোয়ার হোসেন বেপারী, হিডস্ বাংলাদেশের পরিচালক আনোয়ার হোসেন, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স