ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,372,00

চান্দিনায় জাতীয় নাগরিক পার্টি লিফলেট বিতরণ কর্মসূচি।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


এ কে এম আজাদ 
বিশেষ প্রতিনিধি 

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র উদ্যোগে নতুন বাংলাদেশ ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে , 
সম্প্রতি চান্দিনা উপজেলা এনসিপির ইউনিয়ন কমিটি গঠনের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সাধারণ জনগনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন , এ সময় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) মো: আশারাফুল হক এবং চান্দিনা উপজেলা সহকারী কমীশনার (ভুমি) ফয়সাল আল নূর ও চান্দিনা থানা অফিসার ইনচাজ' জাবেদ উল ইসলাম এর সাথে  সাক্ষাৎ করেন ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন , এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলা সদস্য তাছনিম তিশা, চান্দিনা উপজেলা প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি, যুগ্ম সমন্বয়ক মেহেদী হাসান সিয়াম, ফারহানা ইয়াসমিন, জাহিদ হাসান সবুজ, সিনিয়র সদস্য বেলাল হোসেন পাঠান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, জুয়েল আহমেদ, মাসুদুর রহমান, মো. হানিফ, মো. আব্দুল আল মামুন ও সাখাওয়াত সিকদার প্রমুখ।
এছাড়াও বাগছাস নেতা সম্রাট রাব্বি, জুলাই যোদ্ধা মো. সাকিল আহমেদ, ফয়েজ আলম ফয়েজীসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, আয়োজকরা জানান, নাগরিক পার্টি (এনসিপি) দেশের উন্নয়ন, সুশাসন ও নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৮ দফা ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।
নতুন বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে এনসিপি’র এই প্রচারণা কর্মসূচি চান্দিনা উপজেলায় নতুন উদ্দীপনা তৈরি করেছে ।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স