ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,333,00

বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রেজাউল করিম সুন্দরগঞ্জ গাইবান্ধা

সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়ন বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কুমিটি গঠনের নির্দেশ প্রদান করেন উপজেলা মাধ্যমিক অফিসার

উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা  মহোদয়ের কার্যলয়ের নং ০৫.৫৫.৩২৯১.০২২.০২.০১২.১৭.৮০৫ তারিখ  ২৫/০৯/২০২৫ খ্রি,  মোতাবেক এতদ্বারা বাজার পাড়া উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ গাইবান্ধা  এর  নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, সাধারন অভিভাক সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য, সাধারন সদস্য, সাদারন শিক্ষক সদস্য সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নির্বাচনের নিমিতে নিমোক্ত ভাবে নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়

নির্বাচন বিষয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব,মো: রশিদ মিয়া, তিনি বলেন নির্বাচনি তফসিল অনুযায়ি আগামি ১৪/ ১০/২০২৫ তারিখ হতে ১৬/১০/২০২৫ তারিখ মনোনয়নপত্র গ্রহন ও জমাদান করতে পারবে,মনোনয়ন পত্র যাচাইবাচাই আগামি ১৯/১০/২৫ তারিখ,মনোনয় পত্র প্রত্যাহার ও চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামি ২১/১০/২০২৫ তারিখ এবং নির্বাচন হবে আগামি ০১/১১/২০২৫ তারিখ, 

নির্বাচনের দিন সকল অভিভাক সুন্দর পরিবেশে ভোট প্রদান করতে পারবে ইনশাল্লাহ নির্বাচন যাহাতে সুন্দর হয় কোন প্রাকার অনিয়ম না হয় বিষয় উপজেলা নির্বাহী অফিসার সকল প্রকার সহযোগীতা করবে,,।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স