মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুর ১৫ অক্টোবর ২০২৫,
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে রংপুরে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে রংপুর প্রেস ক্লাব ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। তারা বলেন, “শিক্ষকদের উপর লাঠিচার্জ মানে শিক্ষার উপর আঘাত। এ ধরনের ঘটনা দেশের শিক্ষক সমাজকে অপমানিত করেছে।” বক্তারা হামলায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি — ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা — অবিলম্বে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। আজকের মধ্যেই এই দাবিগুলো পূরণ না হলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিচ্ছি।”
সমাবেশে উপস্থিত ছিলেন — অধ্যক্ষ আতিয়ার রহমান, সভাপতি, বাংলাদেশ শিক্ষক অ্যাসোসিয়েশন (বিটিএ) রংপুর; অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, বিটিএ রংপুর; এমদাদুল হক, সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর; মুজিবুর রহমান, সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর; এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
বক্তারা দাবি জানান, শিক্ষক সমাজের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এমপিওভুক্তদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, নইলে সারাদেশে শিক্ষক আন্দোলন আরও তীব্র হবে বলে তারা হুঁশিয়ারি দেন।