ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,339,00

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের চূড়ান্ত হুঁশিয়ারি আপডেট: বুধবার, ১৫ অক্টোবর,

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 নিজস্ব প্রতিবেদক প্রথম বুলেটিন 

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের চূড়ান্ত হুঁশিয়ারি
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা।

এসময় তারা বলতে থাকেন, আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে, আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা (জাতীয়করণ) দাবিতে যাব এবং বাংলাদেশ অচল করে দেব।

আরও পড়ুন
প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে বড় সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে বড় সুখবর
০৯ অক্টোবর, ২০২৫


সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, ‘সরকারের সঙ্গে আর কোনো আপস নয়। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। দাবি না মানলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করব, দেশের সব জায়গায় শিক্ষকরা রাস্তায় নামবেন।’

আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে অনুরোধ করছি—দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নিন। তা না হলে শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে জাতীয়করণের দাবিতে সারা দেশের শিক্ষকরা মাঠে নামবেন।’
সময়-অসময়ের প্রতিচ্ছবি প্রথম বুলেটিন।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স