ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,359,00

পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) ।

পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহিপুর থানা সদরের বাজারে ও আশেপাশের মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করন ও  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিপুরে থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী। এতে কলাপাড়া উপজেলার সরকারি কর্মকর্তা,বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাউছার হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, এ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসায় এটি সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। বাজারের ব্যবসায়ীরা যার যার স্থান নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে মশা বংশ বৃদ্ধি করতে না পারে।

তিনি আরও বলেন, যারা খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এছাড়া, তিনি মহিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী'র প্রশংসা করে বলেন উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বাজারের পরিচ্ছন্নতা সহ জনগণের চলাচলের ফুটপাত, রাস্তা উন্মুক্ত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বাজারের ভাসমান দোকানপাট রাস্তার উপর না বসিয়ে সরকারি সেডে চলে যাবে।এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর প্রশাসন ও প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, এই অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গ্রাম পুলিশ, সিপিপি স্বেচ্ছাসেবক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে এ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জসিমউদ্দিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ আলী।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স