ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,355,00

পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি
 পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। থানায় অভিযোগ না নেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর পটুয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে মামলাটি দায়ের করেন আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর এলাকার আবু জাফর (৪৫)। মামলায় মোট ছয়জন সাক্ষী রাখা হয়েছে।

আসামিরা হলেন বড় আউলিয়াপুর এলাকার মো. হেলাল মৃধা (৩২) ও মো. বেল্লাল মৃধা (৩৬), পিতা আবদুল কুদ্দুস মৃধা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সম্প্রতি বাদী তাঁদের পাশের সাত শতাংশ জমি ক্রয় করলে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গত ৩ অক্টোবর বিকেলে ইপিজেড সংলগ্ন এলাকায় তাঁদের ওপর দা, রামদা, লাঠি ও জিআই পাইপ দিয়ে হামলা চালানো হয়।

এ সময় বাদীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ও তাঁর স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য এক লাখ ৬০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দেন বাদী, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩৮৫, ৩৮৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

আবু জাফর বলেন, “আমি নিরীহ মানুষ। আসামিরা এলাকায় প্রভাবশালী। থানায় মামলা না নেওয়ায় আদালতের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স