ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,337,00

পরনারীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আবু ত্বহা আদনান পিটিভি নিউজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান। 
ফাইল ছবি

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান-এর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেনো শেষ হচ্ছে না। সম্প্রতি স্ত্রী সাবিকুন্নাহারের করা অভিযোগ অস্বীকার করলেন আবু ত্বহা। এক ফেসবুক পোস্টে জানালেন— কোনো পরনারীর সঙ্গে তার হারাম সম্পর্ক নেই।
সোমবার (১৩ অক্টোবর) আলোচিত এই ইসলামী বক্তা বলেন, আরশের মালিকের কসম! আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে! কাবার রবের শপথ! আমি যিনাকার নই! মুহাম্মদের রবের কসম! আমি ব্যভিচারী নই! যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত! কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।

শুরুতেই ত্বহা বলেন, স্বামী-স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক, পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়! স্বামী হিসেবে আমি সেটাই আজীবন করে গেছি, আজও করছি।
প্রথম বুলেটিন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স