ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,363,00

বাহুবলে বালুর উত্তোলনের মহোৎসব নীরব প্রশাসন।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রাসেল মাহমুদ 
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 হবিগঞ্জের বাহুবল উপজেলার ধলিয়া ছড়ায় চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সকাল-বিকেল ট্রাক্টরে ভরে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বালু। প্রশাসনের তদারকি না থাকায় একটি চক্র প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, 
 একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে। প্রতিদিন শতাধিক ট্রাক্টর ধলিয়া ছড়া থেকে বালু নিয়ে চলিতাতলা এলাকায় মজুদ করে রাখা হচ্ছে। পরে বড় বড় ড্রাম ট্রাকযোগে এসব বালু দেশের বিভিন্ন বড় কোম্পানিতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, “প্রশাসন জানে, কিন্তু ব্যবস্থা নেয় না। খবর পেলেই আগে থেকে বার্তা চলে যায় উত্তোলনকারীদের কাছে, আর তারা পালিয়ে যায়।” কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু স্থানে ‘উৎকোচ’ দিয়েই এই অবৈধ ব্যবসা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স