শেখ মোঃ লিখন লৌহজং ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
অদ্য ১২/১০/২৫ তারিখে সিনিয়র মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ অভিযান রাত ১২টা ০১ মিনিট হতে ভোর ৪টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে পরিচালিত হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ এর নেতৃত্বে সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত দুই অভিযানে আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং ১০ কেজি ইলিশ মাছ আটক করা হয় আটককৃত ইলিশ মাত্র ১০ কেজি যা এল মশদগাঁও মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানে দুইজন আসামিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নূর হোসেন, পিতা: নুরুল ইসলাম ও
পারভেজ, পিতা: আব্দুল ব্যাপারপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে।