মো: জুয়েল রানা
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক আহমেদ আবু জাফরের ৫০তম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতার উন্নয়ন ও মফস্বল সাংবাদিক সমাজের অধিকার রক্ষায় তাঁর অসাধারণ অবদানকে কেন্দ্র করে আজ নানা শ্রোত থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আহমেদ আবু জাফর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন সাধারণ সাংবাদিক হিসেবে। ধীরে ধীরে তিনি সাংবাদিকতার প্রতিটি পর্যায়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিক সমাজের দুর্বল ও অবহেলিত অংশের জন্য লড়াই করা তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি পেশাগত নৈতিকতা ও সাংবাদিকতার মৌলিক স্বাধীনতা রক্ষায় নিবেদিতপ্রাণ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গঠনের মাধ্যমে তিনি মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেন। তাঁর নেতৃত্বে বিএমএসএফ নানা সময় সাংবাদিকদের দাবি, কল্যাণ এবং সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করেছে।
বিএমএসএফ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি সাংবাদিক সুরক্ষার জন্য " সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি-বাংলাদেশ গঠন করেছেন। ঢাকার বাহিরের সাংবাদিকদের জন্য