ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,8,319,00

শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

জাকির হোসাইন রাজু 
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৩ অক্টোবর ২০২৫, সোমবার 

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: বকেয়া বেতনসহ মোট ১০ দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় শেফার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) সকালে উপজেলার কাঠালী এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে। এর ফলে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না। পেটের তাগিদে এবং আর্থিক সংকটের মুখে পড়ে বাধ্য হয়েই তারা সড়কে নেমে এসেছেন। বকেয়া বেতন ছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে টিফিন বিল বৃদ্ধি, অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধ এবং শ্রমিকদের সর্বনিম্ন বেতন বৃদ্ধি।

খবর পেয়ে ভালুকা উপজেলা প্রশাসন, পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর প্রশাসন দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তারা আরও জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২০ তারিখে পরিশোধ করা হবে।

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলেও, নেতারা জানিয়েছেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স