চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রথম বুলেটিন
এজাহারভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে চাচাকে বাবা পরিচয় দেওয়া সেই ইউএনও
ফলো করুনপ্রতারণার আশ্রয় নিয়ে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বর্তমান ইউএনও কামাল হোসেন।মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদকের মামলার এজাহারভুক্ত আসামি হয়েও কামাল হোসেন কিভাবে এখনো বহাল তবিয়তে ইউএনওর দায়িত্ব পালন করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নাচোলে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও ঘুস কাণ্ডে জড়িয়ে পড়েছেন ইউএনও কামাল হোসেন।জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপসহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের এজাহারে বলা হয়, আসামি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে জন্মদাতা পিতা আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন। প্রতারণা ও জাল–জালিয়াতির অভিযোগে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগ আনা হয়। ... প্রথম বুলেটিন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন।