ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,911

দেশে স্থিতিশীলতা নির্বাচিত সরকার আসলেই সম্ভব — বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার - ইমরান হক 

কেন্দ্রীয় বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না। 

বুধবার (১৩ আগস্ট)  বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও তাদের অনুগত লোকজন এখনো সক্রিয় রয়েছে। তারা নানা কৌশলে সমস্যা সৃষ্টি করছে, যাতে দেশ নির্বাচনের পথে অগ্রসর হতে না পারে। দেশে নানান সংকট চলমান, যা কেবল একটি গণতান্ত্রিক সরকারই সমাধান করতে পারবে।” 

তিনি অভিযোগ করে বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই না করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। 

বিএনপির এই নেতা দৃঢ় কণ্ঠে বলেন, “কোনো অপশক্তি অন্যায়ভাবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ২০১১ সাল থেকে আমরা আন্দোলন করছি। এ লক্ষ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলেও গেছেন। সুষ্ঠু নির্বাচন আদায় করেই আমরা ছাড়ব।”

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স