ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,859

কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 

নিজস্ব প্রতিনিধিঃ 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

এর আগে ৮ ই আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে ঘোষণা করা হয় বোয়াল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

বোয়ালি ইউনিয়ন বিএনপির সমীর কুমার গুহ কে আহ্বায়ক, মোহাম্মদ আনোয়ার হোসেনকে ১ নং যুগ্ন আহ্বায়ক ও অ্যাডভোকেট রিপন আল হাসানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল, সম্মানিত সদস্য, মোঃ আখতার উজ্জামান, এম. আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল খালেক, মোঃ আলী আজম খান, মোহাম্মদ ফজলুল হক, আতাউর রহমান সরকার, মোঃ সুরুজ মেম্বার, মোঃ আশরাফ উদ্দিন খান, আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, অরুণ প্রসাদ মজুমদার,আমজাদ হোসেন মেম্বার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেওয়ান মহিউদ্দিন, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ রাশেদুল হাসান রাজু, মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য বোয়াল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি।

উপজেলা জেলা বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ নূরুল ইসলাম সিকদার , ও সদস্য সচিব এম আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, বোয়ালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সমীর কুমার গুহ ও সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান যৌথ স্বাক্ষরে ইউনিয়ন সব কমিটি অনুমোদিত হবে।

ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ১২ ই আগস্ট ২০২৫ বোয়ালি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী, সমর্থন গোষ্ঠী ৬ নং ওয়ার্ডের শ্রীপুর হইতে বিশাল মিছিলে নিয়ে সোনাতলা চৌরাস্তা বাজারে একত্রিত হয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয়ে আনন্দ মিছিল করে। উক্ত আনন্দ মিছিল শোভাযাত্রায় সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামীতে এই দলকে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

 



নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স