L
জাকির হুসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৮ আগস্ট ২০২৫, শুক্রবার :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়নে কৌশিক নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) ভালুকা সদরের সেভেন ষ্টার হোটেলের সামনে এলাকায় এই হামলা চালানো হয়। একদল দুর্বৃত্ত ধারালো ছুরি ও অন্যান্য অস্ত্র নিয়ে কৌশিকের ওপর অতর্কিতভাবে হামলা করে, ফলে তার শরীরে একাধিক স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা কৌশিককে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে কৌশিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, কৌশিকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তদন্ত শুরু করে।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের হামলার ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। কৌশিকের পরিবার ও স্বজনরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়, এবং পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।