ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,967

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পলাশ প্রতিনিধি, নরসিংদী : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
শনিবার ৯ আগস্ট সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কৃপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে সরকারিভাবে আর্থিক দেওয়ারও দাবি জানানো হয়।তাছাড়া নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।

এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সিনিয়র সহ-সভাপিত জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল-আমিন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।

বোরহান মেহেদী
০১৮৬৫৬১০৭২০

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স