ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,931

২ ঘন্টা ব্যবধানে দলিল লেখক বাবা ও ছেলের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ শফিকুল ইসলাম,  শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে দুই ঘন্টা ব্যবধানে  সিনিয়র দলিল লেখক হাসমত আলী ও ছেলে বাবুল মিয়ার একই দিনে  মৃত্যুতে কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার সময় শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সিনিয়র দলিল লিখক মোঃ হাসমত আলী (৯০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এর মাত্র দুই ঘণ্টা পর, দুপুর ১২টার দিকে নিহত হাসমত আলীর পুত্র টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বাবুল মিয়া (৬০) ইন্তেকাল করেছেন।

পরিবার সূত্রে জানাযায়,বাবুল টঙ্গী এলাকায় বসবাস করে এবং টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। বাবুল দীর্ঘদিন কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। বাবার মৃত্যুর খবর শুনে তিনি শোকাহত হয়ে পড়েন এবং হঠাৎ অসুস্থ হয়ে টঙ্গীর নিজ বাসায় ইন্তেকাল করেন।

একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স