শ্রীপুর (গাজীপুর), ২৪ জুলাই ২০২৫:
হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও বরমী ইউনিয়ন শ্রমিক লীগের প্রভাবশালী নেতা মোস্তফা কামালকে ২৪-০৭-২০২৫ ইং বিকালে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গাজীপুর জেলা পুলিশের তদারকিতে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
মোস্তফা কামাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনকারীদের দমন-পীড়নে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এমনকি, চলমান বৈষম্য বিরোধী আন্দোলনকে দমিয়ে দিতে বিভিন্ন প্রকার হয়রানি ও হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তিনি মাওনা এলাকায় সংঘটিত হত্যা মামলার বাদী মুর্শিদা বেগম (এফআইআর নম্বর -৩০ নথির তারিখ ২০-০২-২০২৫) মামলার এজাহারভুক্ত ৩৩২ নাম্বার আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে।
জানা গেছে, মামলা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার বরাবর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি আবেদন করেন। তবে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে মোস্তফা কামালকে আজ গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”