ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,903

‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) হাতপাখা প্রার্থীর মনপুরায় গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
দৈনিক প্রথম বুলেটিন ছবির ক্যাপশন: দৈনিক প্রথম বুলেটিন
ad728
রিয়াজ উদ্দিন মনপুরা উপজেলা 
‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এবং পীর সাহেব চরমোনাই সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী জনাব আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় মনপুরা উপজেলায় শুভ আগমন করেন।
‎সাধারণ মানুষের ভালোবাসা ও নেতা-কর্মীদের বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে তিনি মনপুরায় পদার্পণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় তিনি মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
‎গণসংযোগের নেতৃত্ব ও অংশগ্রহণ:
‎গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী।
‎গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, যুব ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎প্রার্থী কামাল উদ্দিনের বক্তব্য:
‎গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন মনপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, “ গতকাল ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁদের জান্নাত নসিব করেন এবং পরিবারগুলিকে সবর দান করেন।” 
‎পরে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক সঙ্কট বিরাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসেবে আদর্শ ও আমানতের রাজনীতি করছে। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি, মানুষের কল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে ইসলাম, ন্যায়ের পক্ষে ও দুর্নীতিবিরোধী শক্তিকে বিজয়ী করুন।”
‎তিনি আরও বলেন, “হাতপাখা প্রতীক মানে শান্তি, বিশ্বাসযোগ্যতা ও ইসলামী আদর্শ। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি মনপুরাবাসীর অধিকার, নদীভাঙন রোধ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করবো। এবং মনপুরাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা—জাতীয় গ্রিডের বিদ্যুৎ—বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “মনপুরা উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ! নির্বাচিত হয়ে মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”
‎জনতার সাড়া:
‎গণসংযোগকালে বিভিন্ন বয়সী পুরুষ, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে হাতপাখা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, দীর্ঘদিন পর একজন নম্র-ভদ্র, শিক্ষিত, ইসলামি আদর্শে বিশ্বাসী প্রার্থীকে মনপুরায় পেয়েছেন তারা।
‎উল্লেখ্য: গত ২১/০৭/২৫ ইং তারিখে ঢাকার উত্তরায় সদ্য বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় ও যারা আহয় হয়েছেন তাঁদের সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স