ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,886

ও সমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি লুটপাট ১ কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2025 ইং
দৈনিক প্রথম বুলেটিন ছবির ক্যাপশন: দৈনিক প্রথম বুলেটিন
ad728
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
‎সিলেটের ও সমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী (দু’ জেলার মধ্যে পড়া এক পঞ্চাতের গ্রাম) উত্তর কালনীরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মসজিদের আজু খানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে খালিদ মিয়া (৩৮) নামের একজন নিহত হন, উভয়পক্ষে ২০ জন আহত হয়েছেন। (৩১ মে) দুপুর ১২টার দিকে উত্তর কালনীরচর একই গ্রামে দুই ভাগে বিভক্ত হয়ে লন্ডন প্রবাসী উস্কানি ও (অর্থদাতা) আব্দুল হক সিনু মিয়ার নেতৃত্বে মসজিদের অজুকানার নির্মাণা ধীন সেপ্টি টেনকি ভাংচুর করার কারনে গ্রামের মানুষ খেপে যায়। 
‎প্রতিবেশী আরেক লন্ডনী করিম মিয়াকে বিষয়বস্তু গ্রামবাসী জানালে শুরুহয় দুই পক্ষ শত্রুতা হঠাৎ করেই গণ্ডগোল শুরু হয়। দুই দিক থেকে লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপ হচ্ছিল। আমরা সাধারণ মানুষ ঘর থেকে বের হতেই পারিনি।”
‎আহতরা হলেন সিজুল মিয়া (৪০), জামাল মিয়া (৪০), রয়িদ মিয়া (৪৫), রাশেদ আহমদ (২৭), লুৎফুর রহমান (৩৮), কয়েছ মিয়া (২৮), রাব্বি (২৩), আতাউর রহমান (৩৩), হারুন মিয়া (৫০), রুহেল আহমদ (৪২) আলমগীর হোসেন (৩৫), আলী হোসেন (২২), খনকার মিয়া (৫০), সেলিম আহমদ (২৫), ইমান আলী (২৬), রেজন আহমদ (৩০), আলাল আহমদ (৩২), ফুজায়েল আহমদ(১৪) ও নাঈম আহমদ (২২)।
‎আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
‎ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মো. রুমেল আহমদ বলেন, আব্দুল হক সিনু মিয়া ৩ ভাই লন্ডন প্রবাসী হওয়ায়, গরিব মানুষের সরলতার সুযোগ নিয়ে সন্ত্রাসী রাজ্য কায়েম করে। 
‎গরিব মানুষের দারিদ্রতাকে কাজে লাগিয়ে মামলা দিয়ে এখন এক পক্ষ পুরুষ হীন গ্রামে পরিণত করেছে । এই সুযোগ কাজে লাগিয়ে গ্রামে মহিলাকে মারধর করে প্রতিটি বাড়ী থেকে মোট ৩০ টি গরু জোরপূর্বক গোয়াল ঘর থেকে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স