বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, গাজীপুর জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ১৮ জুলাইয়ের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মোস্তফা জামাল খোকন, আহ্বায়ক, গাজীপুর মহানগর ওলামা দল এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। তিনি বলেন, “দেশের চলমান দুঃশাসনের বিরুদ্ধে ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য অপরিহার্য। শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না।”
সভাপতিত্ব করেন ক্বারী মো. সিরাজুল ইসলাম, আহ্বায়ক, গাজীপুর জেলা ওলামা দল এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ খোকন বিশ্বাস, সদস্য সচিব, গাজীপুর মহানগর ওলামা দল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ ক্বারী ইব্রাহিম, সদস্য সচিব, গাজীপুর জেলা ওলামা দল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ক্বারী মুখলেস উদ্দিন কফিল, আহ্বায়ক, শ্রীপুর উপজেলা ওলামা দল হাফেজ ক্বারী নজরুল ইসলাম মৃধা, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা ওলামা দল, মাওলানা ক্বারী শফিকুল ইসলাম সাবেক সভাপতি বরমী ইউনিয়ন ওলামা দল ও সদস্য শ্রীপুর উপজেলা ওলামা দল গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র ওলামা নেতৃবৃন্দ।
বক্তারা ১৮ জুলাইয়ের আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে নতুন রাজনৈতিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে সাধারণ ধর্মপ্রাণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও ওলামা অংশগ্রহণ করেন।