ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,882

জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক: প্রতারণার মামলায় একজনের গ্রেফতারি পরোয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
দৈনিক প্রথম বুলেটিন ছবির ক্যাপশন: দৈনিক প্রথম বুলেটিন
ad728
মুহসিন মিয়া শাহীন, গাজীপুর 
‎গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতিরবাজার গ্রামের আক্কাস আলী আমিনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জমি রেজিস্ট্রির নামে অর্থ গ্রহণ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ভুক্তভোগী এক নারী আদালতের শরণাপন্ন হন।
‎জানা যায়, টেপিরবাড়ি ছাতিরবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের কাছ থেকে জমি রেজিস্ট্রির প্রতিশ্রুতি দিয়ে আব্দুল আজিজ বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন। তবে রেজিস্ট্রি সম্পন্ন না করে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে টাকা বুঝে নিয়েই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।
‎ঘটনার পর ভুক্তভোগী শারমিন আক্তার ন্যায়বিচারের আশায় গাজীপুর অতিরিক্ত দায়রা জর্জ আদালতে  একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
‎এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাকে অতি দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সময় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স