রোকুনুজ্জামান, গাজীপুর
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ইসলাম উদ্দিনকে দল থেকে বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা অভিযোগ করেন, বাঘেরবাজার সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা আদায় ও হামলার ঘটনায় ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও ইসলাম উদ্দিন এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় এবং স্থানীয়দের হয়রানি করে আসছেন। তাঁরা দ্রুত তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ ও সাইফুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান, রাকিব সরকার, সোহাগ হোসেন এবং ছাত্রদল নেতা তানভীর তরিকুল।
বক্তারা বলেন, চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ করে তোলা হয়েছে। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানান।