ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোসাঃ নিলুফা বেগম (৫৫) নামের এক নারী ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন ২০২৫ (শনিবার) বিকেলে স্থানীয় মোঃ জামাল সওদাগর, মোঃ কামাল সওদাগর, মোঃ হেলাল সওদাগর, মোঃ নবীন সওদাগর, মোসাঃ রিনা বেগম ও আরো ভাড়াটে ৪/৫ জন সহ অভিযুক্ত ব্যক্তি বাদীর নবনির্মিত বাউন্ডারী অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ৪০ হাজার টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
নিলুফা বেগম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িত। পূর্বেও তারা বাড়ির বেড়া কেটে ক্ষতি করেছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনার দিন বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিদের কিল-ঘুষি মেরে আহত করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়।
এ সময় তার মেয়ে সীমা আক্তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত নবীন সওদাগর তার উপর হামলা চালিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মা-মেয়েকে রক্ষা করে। ঘটনার পর আহতরা ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে নিলুফা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন।