বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এবিএম শেফাউল কবীর, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মো. হাসান, পিএসসি (অব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এসএম শহীদুল হক ভূঁইয়া। এই ট্রেনিং কোর্সে সান্দা ইভেন্টে ৭০ এবং তাউলু ইভেন্টে ২৫ জনসহ মোট ৯৫ প্রশিক্ষক দেশের বিভিন্ন জেলা, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবি থেকে অংশ নিয়েছেন।