ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,171,897

ভান্ডারিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728




 ভান্ডারিয়া প্রতিনিধিঃ


স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভান্ডারিয়ার স্বাস্থ্য সহকারীরা। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ভান্ডারিয়া শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচি ছিল বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত সারাদেশব্যাপী একযোগে পালিত কর্মসূচির অংশ। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এ জেট মো. সায়েম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদার ও উপদেষ্টা মিনারা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মানবশিশুর জন্ম থেকে ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদানসহ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করলেও আমরা এখনও টেকনিক্যাল মর্যাদা থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও টেকনিক্যাল পদমর্যাদা, যোগ্যতার ভিত্তিতে গ্রেড উন্নীতকরণ ও পদোন্নতির ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা হয়নি। অন্য দপ্তরের কর্মীদের তুলনায় স্বাস্থ্য সহকারীরা চরম বৈষম্যের শিকার।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে, ইপিআইসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পূর্বে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ স্বাস্থ্য সহকারীদের। তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের ২৬ হাজার মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

স্বাস্থ্য সহকারীদের প্রস্তাবিত ৬ দফা দাবিগুলো হলো- ১. নিয়োগবিধি সংশোধন: শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে: টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ। ৩. পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড নিশ্চিতকরণ। ৪. পূর্বে নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা অনুযায়ী গ্রেড সমন্বয়। ৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেডের হিসাব পুনঃনির্ধারিত স্কেলে অন্তর্ভুক্ত। ৬. ইতিপূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেড প্রদান।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত এসব দাবির বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা আরও টেকসই ও কার্যকর হবে।





নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স