নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফের দেশে এসেছেন ঋতুপর্ণারা। আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা। টিকিট জটিলতায় শামসুন্নাহার সিনিয়র আসতে পারেননি।
জর্ডানে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ পিটার বাটলার ভুটান লিগে খেলা পাঁচ জনকে ডেকেছিলেন। গোলরক্ষক রুপ্না চাকমার ক্লাবের খেলা না থাকায় তিনি আর ভুটান যাননি। ঢাকায় দলের সঙ্গে ক্যাম্প করেছেন। বাকি চার ফুটবলার জর্ডান থেকে ফিরে ৭ জুন ভুটানে রওনা হয়েছিলেন। সেই চার জনেরই একসঙ্গে আজ আসার কথা থাকলও তিন জন এসেছেন, ‘শামসুন্নাহার টিকিট পায়নি। এজন্য সে ২১ জুনের ফ্লাইটে আসবেন’-বলেন ঋতুপর্ণা চাকমা।