ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,10,821,00

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


রাসেল মাহমুদ 
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুরের শ্যামলীপাড়ায় গরু বাজার পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহ্তাসিন খান (১১) উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের ইকবাল হোসেন খানের ছেলে। সে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল মোহ্তাসিন খান। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স