শেখ মোঃ লিখন ,
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
অভিযানে প্রায় ৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটককৃতদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। তারা হলেন
১. মোঃ সজীব ৪০০০ টাকা ২. মোঃ জয়নাল উদ্দীন ৪৫০০ টাকা ৩. মোঃ রাজু ব্যাপারী ৪০০০ টাকা ৪. মোঃ পাভেল শেক ৫০০০ টাকা ৫. সোহাগ আহমেদ ৫০০০ ৬. মোঃ হিরণ শেক ১০০০ টাকা ৭. আবুল হাসেম ৫০০০ ৮. মোঃ রবিন ৫০০০ টাকা ৯. লিটন ১০০ টাকা ১০. রকিব শেখ ১০০ টাকা।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম।
এছাড়াও লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ কোস্টগার্ড, ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।