ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,10,820,00

আজ ১৮ই অক্টোবর বিএনপির ৩১ দফা কর্মসূচীর অংশ হিসাবে দোয়ারা বাজারে লিফলেট বিতরন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মোঃ কলমদর আলী 
প্রথম বুলেটিন দোয়ারা বাজার প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোসিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা 
বাস্তাবায়নের লক্ষ্যে আজ ১৮ অক্টোবর 
সুনামগঞ্জ-৫ আসনে আগামী ত্রয়োদশ 
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির
আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জনাব 
কলিম উদ্দিন আহমেদ (মিলন) এর নেতৃত্বে 
৩১ দফা কর্মসূচীর অংশ হিসাবে হাজার হাজার 
নেতা কর্মীর অংশ গ্রহনে লিফটে বিতরন করা 
হয়েছে । 
 
কর্মসূচীটি বাস্তবায়নের লক্ষে আজ
বেলা ১০ টা থেকে থানার বিভিন্ন
অঞ্চল থেকে, গাড়ী যোগে নৌকা 
এবং পায়ে হেঁটে হাজার হাজার
নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে
আসলে এক পর্যায়ে সদরের নরসিংপুর
রোডের মুখে একটি হাতাতের ঘটনা
ঘটে,প্রতক্ষ্যদর্শীর কাছে জিজ্ঞাবাদে 
জানা যায় নরসিংপুর ইউনিয়ন 
বিএনপির বর্তমান আহবায়ক (সাক্ষর প্রাপ্ত)
জনাব আব্দুর রউফ,ইউনিয়ন যুবদলের 
নবনির্বাচিত সভাপতি রশিদ আহমেদ ক্ষমতার
অপব্যবহারে,জেলা বিএনপির আহবায়ক 
কমিটির অন্যতম সদস্য নরসিংপুর ইউনিয়নের
সাবেক সফল চেয়ারম্যান জনাব,সামছুল হক
(নমু) সাহেবের গাড়ী ওভারটেক করে,
সামনে গিয়ে গাড়ী থামিয়ে এক পর্যায়ে 
সামছুল হক (নমু) সাহবের সাথে বেয়াদবী
করা শোরু করে,তাদের বাঁধা দিলে,
আব্দুর রউফ,রশিদ আহমেদের দল,অপর 
পক্ষের সাথে দন্ধে জড়িয়ে ইট পাতর মারা শুরু
করে,এ ঘটনায় প্রাথমিক ভাবে জানা গেছে
 দুই পক্ষের ৪ থেকে ৫ জন 
গুরুতর অবস্থায় মেডিকেলে পাটানো হয়েছে। 

ঘটনাটি পুলিশ নিয়ন্ত্রণে আনলে 
পরে নেতা কর্মীদের শান্তনা দিয়ে
 সামছুল হক (নমু) সাহেব, সহযোগী
জনতা কে নিয়ে ধানের শীষের 
মিছিল নিয়ে উক্ত স্থানে পৌছালে
কলিম উদ্দিন আহমেদ (মিলন) সাহেব
স্বাগত জানিয়ে মিছিলটি

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স