ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,11,225,00

মিথ্যা সংবাদে ক্ষুব্ধ গাজীপুরবাসী, সমাজসেবক রাসেল রানার পাশে এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


গাজীপুর প্রতিনিধি ॥
সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় “চাঁদা না পেয়ে গাজীপুরে রিসোর্টে বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সমাজসেবক জনাব মোঃ রাসেল রানা।

🔹 “প্রতিবেদনটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ” — রাসেল রানা

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, রাসেল রানা নামে এক বিএনপি নেতা “চাঁদা না পেয়ে টেক কাথোরা এলাকার রিবেরি রিসোর্ট বন্ধ করে দিয়েছেন।” অথচ প্রকৃতপক্ষে ওই সংবাদে উল্লিখিত ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, বলে জানিয়েছেন রাসেল রানা এবং এলাকাবাসী।

তিনি বলেন,

> “আমাকে রাজনৈতিকভাবে হেয় ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার অসৎ উদ্দেশ্যেই এই ভুয়া সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি কখনো রিবেরি রিসোর্টের কাছে কোনো ধরনের চাঁদা দাবি করিনি। বরং আমি এবং এলাকাবাসী বহুদিন ধরেই এই রিসোর্টে চলমান অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি।”



🔹 “১৫ বছর ধরে রিসোর্টে চলছে অসামাজিক কার্যকলাপ”

রাসেল রানা আরও বলেন,

> “রিবেরি রিসোর্টটি টেক কাথোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ঠিক পাশে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই রিসোর্টে মাদক সেবন, নারী ব্যবসা, দেহ ব্যবসা এবং বিভিন্ন ধরনের জুয়ার আসরসহ অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলে আসছে। বিগত ১৫ বছর ধরে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এসব অপকর্ম চললেও কেউ কিছু বলতে সাহস পায়নি।”



তিনি আরও অভিযোগ করেন,

> “রিসোর্টটির মালিক এহসানুল কাদির স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং এখনো দলটির ছত্রছায়ায় রয়েছেন। তাঁর প্রভাব ও প্রভাবশালী মহলের আশ্রয়ে এই রিসোর্টে বছরের পর বছর ধরে নারী ব্যবসা, মাদক ব্যবসা এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালানো হয়েছে। এলাকাবাসী কেউ প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো।”



🔹 “রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সংবাদ প্রকাশ”

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও দুই থেকে তিন মাস আগে এলাকাবাসী এই রিবেরি রিসোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এবং স্থানীয় পত্রপত্রিকাতেও এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
এলাকাবাসী বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

🔹 এলাকাবাসীর বক্তব্য

টেক কাথোরা এলাকার প্রবীণ সমাজপতি মোঃ আবদুল খালেক বলেন,

> “রিবেরি রিসোর্টে বহু বছর ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এলাকাবাসী বারবার প্রতিবাদ করেছে, এমনকি রিসোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভও হয়েছে। রাসেল রানা সাহেব এলাকায় একজন সৎ, নির্ভীক সমাজসেবক হিসেবে এসব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। প্রথম আলো পত্রিকার প্রতিবেদনটি একেবারেই মিথ্যা ও মানহানিকর।”



আরও এক স্থানীয় যুবক মোঃ সোহেল রানা বলেন,

> “রিবেরি রিসোর্টের ভিতরে আমাদের এলাকার কেউ প্রবেশ করতে পারে না। বাইরে থেকে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ হয়, যা আমরা বহুবার দেখেছি। রাসেল ভাই এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেছিলেন। অথচ তাঁর নামে উল্টো অপপ্রচার চালানো হয়েছে — এটা দুঃখজনক।”



🔹 “জনপ্রিয় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার”

এলাকাবাসীর দাবি, রাসেল রানা একজন জনপ্রিয় সমাজসেবক এবং আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর জনপ্রিয়তা ও সামাজিক অবস্থান নষ্ট করার লক্ষ্যে একটি বিশেষ মহল এই ভুয়া সংবাদটি প্রকাশ করিয়েছে।

টেক কাথোরা একটি ঐতিহ্যবাহী গ্রাম্য ও ধর্মপ্রাণ এলাকা। এলাকাবাসী বহুদিন ধরে এই ধরনের অনৈতিক ব্যবসা ও কর্মকাণ্ড দেখে ক্ষুব্ধ ছিলেন। তাঁদের দাবি, সমাজের সম্মানিত ব্যক্তি রাসেল রানাকে সামনে রেখে এলাকাবাসী যৌথভাবে রিবেরি রিসোর্ট বন্ধের উদ্যোগ নিলেও এটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে — যা সত্য বিকৃত করার ঘৃণ্য উদাহরণ।

🔹 এলাকাবাসীর আহ্বান

গাজীপুরবাসী এবং স্থানীয় রাজনৈতিক সচেতন মহল বলেন,

> “একজন জনপ্রিয় ও সৎ সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাঁকে হেয় করার এই প্রচেষ্টা সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী। আমরা এ ধরনের ভুয়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন বন্ধের দাবি জানাই।”



শেষে এলাকাবাসী প্রথম আলো কর্তৃপক্ষের কাছে সংবাদটির তদন্তপূর্বক প্রত্যাহার এবং জনাব মোঃ রাসেল রানার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছেন।

> “এই ঘটনার পর গাজীপুরবাসী ঐক্যবদ্ধভাবে রিবেরি রিসোর্ট বন্ধ ও সত্য উদঘাটনের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছে।”

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স