ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,11,366,00

একটি মহল মাদক চোরাকারবারীদের পক্ষ হয়ে পুলিশকে টার্গেট করছে বললেন - ওসি আবু জায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


মোঃশফিকুল ইসলাম তুহিন  বান্দরবান জেলা প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নূরের  নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওসিকে প্রশ্নবিদ্ধ করতে এই  সংবাদ প্রচার। এমন  সংবাদ  মাদক চোরাকারবারী কাজে জড়িতদের আরও বেপরোয়া হবে হতে সহায়ক ভূমিকা পালন করে।

 গত ১৮ অক্টোবর (২০২৫) তারিখে কক্সবাজার জেলার একটি অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ - এ “৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওসি ।

 ওসি আবু জায়েদ মো. নূর বলেন, “গত শনিবার কক্সবাজার বিজ্ঞ আদালতে মোট আটজন আসামিকে প্রেরণ করা হয়। তাদের মধ্যে একজন নারী ও সাতজন পুরুষ আসামি ছিলেন। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং দুইজন  ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিল। প্রথমে লেগুনাযোগে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয় । পরে সার্বিক নিরাপত্তা ও আসন সংখ্যা কম  না থাকায় বাধ্য হয়ে মহিলা পুলিশসহ মহিলা আসামিকে অন্য একটি গাড়িতে করে  পাঠানো হয়।

 তিনি আরও বলেন, এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও একটি কুচক্রী মহলের অপপ্রচার। এটি  স্বাভাবিক মাদক বিরোধী কাজে বাঁধা গ্রস্ত করা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

ওসি আরও জানান, এই সংবাদের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মাধ্যমে উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা। 
 প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, কোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সত্যতা করতে হয়। 
 যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত  যেন না হয়। একটি মহল মাদক চোরাকারবারীদের পক্ষ হয়ে পুলিশকে টার্গেট করে মিথ্যাচার করছে। কিন্তু শত প্রশ্ন বিদ্ধের মাঝেও চোরাকারবারিদের নির্মূলে আমরা বদ্ধ পরিকর।

স্থানীয়রা বলেন,ওসি জাহেদ নূর যোগদানের পর থেকে মাদক চোরাকারবারিা  আতংকিত। পুলিশের তৎপরতার কারণে মাদক চোরাকারবারিরা আগের মত প্রকাশ্যে মাদক চোরাকারবারি করতে পারছে না।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স