ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,11,840,00

৭০ বছরের বৃদ্ধা কে হলুদের জমিতে নিয়ে গিয়ে হাত পা বেধেঁ ধর্ষন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মো: রবিউল ইসলাম


ঘটনাটি ঘটেছে গাইবান্ধাজেলার  সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলিনগর গ্রামে। 

ওই গ্রামের ফেলান শেখের স্ত্রী সাত সন্তানের জননী শাহিদা বেগম।
বাড়ির পাশে নির্জন ফাঁকা মাঠে রবিবার দুপুরে ছাগল আনার জন্য গেলে বাড়ির পাশের লম্প:ট যুবক দুই সন্তানের জনক   আকবর আলীর পুত্র, আইয়ুব আলী ঐ  বৃদ্ধ নারীকে একা পেয়ে রশি দিয়ে হাতমুখ বেঁধে হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 
বৃদ্ধ মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে লম্পট পালিয়ে যায়।  এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
 
এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলেও লম্পট আইয়ুব আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 
৭০ বছরের ওই নারীকে যখন হাসপাতালে পাঠানো হয় তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে এ সময় এক হৃদয়বিদারক ঘটনার দৃশ্য চোখে পরে।

এলাকাবাসীর দাবি দ্রুত লম্পট কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। হাজার হাজার নারী পুরুষ এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  স্বপন সরকার  ঘটনার সত্যত্য স্কীকার করে বলেন, ভিকটিম কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স