ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,11,836,00

রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নে দিনব্যাপী সফরকালে একাধিক উঠান বৈঠক ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢোলারহাট ইউনিয়নের হারাগাছপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় প্রথম উঠান বৈঠক, যেখানে স্থানীয় নারী-পুরুষদের অংশগ্রহণে গণসংলাপ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১:৩০ মিনিট পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। বিকেলে ৩টা থেকে সাড়ে ৪ টায় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় উঠান বৈঠক, বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত গুনজুরা বাজার এবং সন্ধ্যায় সাড়ে ৬ টায় ঝলঝলি পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সফরের শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে স্থানীয় জনগণের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি, যেখানে জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের আস্থা ও ভালোবাসার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জনে সক্ষম হবো। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুহিয়া থানা শাখার আমির মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ মুহতামিম, ২১নং ঢোলারহাট ইউনিয়নের আমির মোঃ হেলাল গনি, সেক্রেটারি মোঃ নূরে হাফিজ, ১নং রুহিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, রুহিয়া ইউনিয়ন সেক্রেটারি সফিজুল ইসলাম মিন্টু, ঢোলারহাট ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হান্নান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

তারিখ: ১৯ অক্টোবর ২০২৫ইং

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স