ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 20,11,841,00

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির ১৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ 
পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ এর ১৯ তম বার্ষিক সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় সমিতি নিজস্ব ভবনের হলরুমে  সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নাজমুল আহসান এর সঞ্চালনায় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে সমিতির উত্তোর উত্তোর উন্নতি ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলি। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় পরিদর্শক  সুশান্ত কুমার দাস, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নূরুল হক বিশ্বাস, শরীয়াহ বোর্ডের সভাপতি মাওলানা মোঃ আবদুল মোতালিব। আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সদস্য কির্তিবাস চন্দ্র পাল, মোঃ মিজানুর রহমান ও মোঃ জহিরুল হক বশির।  সমিতির আয়- ব্যয়ের হিসাব সংক্রান্ত প্রতিবেদন পাঠ করেন অর্ডিট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। সভায় সদস্যদের সন্তান ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর নিবাসী ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক বিশ্বাস ও মরহুম আব্দুল কাদের দ্বয়ের উদ্যোগে ২০০৬ সালে মাত্র ২০ জন শিক্ষক সদস্য নিয়ে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যান সমিতি নাম করন করে এ সমিতি গঠন করে এবং  এ সমিতি  ২০০৭ সালের ১ ফেব্রুয়ারী নিবন্ধন লাভ করে (নিবন্ধন নং ০৭ পিডি)।  তখন মূলধন ছিল মাত্র ৬ হাজার টাজা। তখন মাসিক সঞ্চয় ছিল ১০০ টাকা।
বর্তমানে এ সমিতিতে ৬১০ জন মহিলা সদস্যসহ  মোট সদস্য সংখ্যা হচ্ছে ১৭৬৫ জন। মূলধন হচ্ছে ৬৭ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৮০৬. ৫৫ টাকা। বর্তমান এ সমিতির নিজস্ব অর্থায়নে সদর উপজেলা অফিসের অদূরে ডিবুয়াপুর এলাকায় ৫ কাঠা জমিতে ১০ তলা ভবনের ফাউন্ডেশনে ৪ তলা নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। এ সমিতি জেলা পর্যায় শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে বলে সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন জানান।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স