– MD Shahadat Hossain
‘তুমি যত বড় হও তুমি মানুষের মতো মানুষ হয়ো, জানো আমি তোমায় নিয়ে গর্ব করতে পারি’- এ কথাগুলো শুধু বাবাই বলেন।
এক জীবনে নিজের বাবা মাকে গর্বিত করার চেয়ে বড় আনন্দের আর কিছু আছে?
নিশ্চয়ই নেই। আমার বাবা মোঃ-সুবাহান খাঁ , বাবা দিবসে পেয়েছেন ৷
– গর্বিত বাবা পুরস্কার। কিছু কিছু প্রাপ্তি অনন্য, কিছু কিছু আনন্দ সীমাহীন।
ডায়মন্ড ওয়ার্ল্ড “গর্বিত বাবা পুরস্কার” প্রদান করা কিছু ছবি ভুলবার নয় ৷
ঢাকার ওয়েস্টিন হোটেল । আপনাদের সবার কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি…❤️ 🙏❤️
কৃতজ্ঞতা:-
– Gorbito BABA Foundation-2024
#সবার_জন্য_পড়া_উন্মক্ত_পাঠাগার #স্থানঃধুলাউড়ি_পূর্বপাড়া_ধুলাউড়ি_সাঁথিয়া_পাবনা #যোগাযোগ_করুনঃ০১৭৪৮৫৬৩৩৪২
Leave a Reply