ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ !!!!!

মো: জহিরুল ইসলাম রুবেল
স্টাফ রিপোর্টার

১৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ সন্ধা অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় র‌্যাব ১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র কোম্পানি একটি আভিযানিক দল ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় একজন পুরুষ ও একজন নারী ফুটপাতে অস্বাভাবিক ভাবে হাটাচলা করলে তাদেরকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে,তারা তাদের কাছে থাকা নেশা জাতীয় Buprenorphine ইনজেকশন আছে মর্মে স্বীকার করে এবং মাদক বাহির করে দেয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। দিলরুবা সুলতানা (৪৯), পিতাঃ মৃত রুহুল উদ্দিন আহমদ, স্বামীঃ মৃত বাবুল আহম্মেদ, সাং-২/৩ হরি কিশোর রায় রোড, ওয়ার্ড-০৭, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, ২। মোঃ হারেজ উদ্দিন (৫৭), পিতাঃ মৃত রাজীব উদ্দিন, সাং-পূর্ব রামচন্দ্রপুর, থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট বলে তারা জানায়।

এ সময় তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৭০ (চারশত সত্তর) টি নেশাজাতীয় Buprenorphine ইনজেকশন ও ০৩টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার উপস্থিত লোকজনের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় ইনজেকশন এর আনুমানিক মূল্য ৯৪,০০০/- (চুরানব্বই হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় এসব নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *